কোনটির কারণে মরিচ ঝাল লাগে?  

A    ক্যাপসিসিন

B    ভিটামিন

C    ভিটামিন-ই

D    ভিটামিন-A

Solution

Correct Answer: Option A

মরিচ এ বিদ্যমান একটি সক্রিয় যৌগ হল -ক্যাপসিসিন ।এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জ্বলুনি সৃষ্টিকারী পদার্থ । মানবদেহের যেকোন টিস্যুর সংস্পর্শে এটি জ্বলুনি সৃষ্টি করে ।তাই মরিচ খেলে ঝাল লাগে ।এটি একটি ফেনোলজাতীয় পদার্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions