Keane Bridge is located in __________.
Solution
Correct Answer: Option D
- কিন ব্রিজ সিলেটের সুরমা নদীতে স্থাপিত ব্রিটিশ আমলের সেতু।
- ১৯৩৩ সালে লোহার কাঠামোয় এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৩৬ সালে উদ্বোধন করা হয়।
- আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে এর নামকরণ করা হয় কিন ব্রিজ।
- এ সেতুটির দৈর্ঘ্য ১১৫০ ফুট ও প্রস্থ ১৮ ফুট ।
- কিন ব্রিজকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়।