The military operation carried out by the Pakistan Army in the erstwhile East Pakistan in March 1971 was named operation.

A Searchlight

B Jackpot

C Blitz

D Jinnah

Solution

Correct Answer: Option A

- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় তার সাংকেতিক নাম ‘অপারেশন সার্চলাইট'।
- বাঙ্গালির ইতিহাসে ২৫ মার্চের নৃশংস গণহত্যা 'কালরাত্রি' নামে পরিচিত।
- ১৮ মার্চ, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নির্দেশে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে।
- ২৫ মার্চকে 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় এবং ২০ মার্চ, ২০১৭ সালে মন্ত্রিসভায় এটি পাস হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions