The strait that runs between Asia and Europe is known as:
Solution
Correct Answer: Option B
- প্রণালী এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে।
- অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে।
- বসফরাস প্রণালি কৃষ্ণসাগর সাগর ও মর্মর সাগর/ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।