'সরস' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
Solution
Correct Answer: Option B
'স' একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন - সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
এখানে,
সরস /বিশেষণ পদ/ রসাল; রসযুক্ত; মধুর; সুস্বাদু; কাব্যরসযুক্ত; উত্তম, উৎকৃষ্ট।