যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো বাক্যের শোভা বর্ধন করে,কখনো একাধিক পদের ,বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় ,তাকে অব্যয় পদ বলে।যে
যদি ,যদিও ,যেন, তাই প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে।
যেমন:
- দেখে যেন মনে হয় চিনি উহারে ।
- এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।
আরো কিছু উদাহোরনঃ
- সে মার খায় কিন্তু প্রতিবাদ করে না।
- তুমি আর আমি ছাড়া কেউ আসবে না।
- রাম এবং শ্যাম আজ দার্জিলিং যাবে।
এখানে- কিন্তু, আ্ এবং-------- সংযোজক অব্যয়। এরূপ – অথচ, অথব্ বরং, ব্ তবু, কিংব্ যেহেতু ইত্যাদি।