Solution
Correct Answer: Option D
- অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট বা প্রবাহচিত্র।
- ফ্লোচার্ট প্রোগ্রামের প্রকৃতি ও ধারাবাহিকতা বোঝাতে সাহায্য করে।
- ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রতীক বা ব্লক ব্যবহার করা হয় এবং সেগুলোকে তাদের ক্রমানুসারে বিন্যস্ত করে তীর চিহ্ন দ্বারা সংযুক্ত করে ফ্লোচার্ট তৈরি করতে হয়।
- ফ্লোচার্টের উপর নির্ভর করে প্রোগ্রাম রচনা করা হয়।
- একটি ফ্লোচার্টের ডিজাইন ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে।