নবায়নযোগ্য শক্তি বলতে বুঝায় যে শক্তি পুনঃপুন ব্যবহার করা যায় তাকে। তাই এখানে পরমানু শক্তি হল নবায়নযোগ্য শক্তি।
নিউক্লিয় ফিশান:(পাওয়ার প্লান্ট ও আণবিক বোমার জ্বালানি): যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি পরমাণু ভেঙ্গে (জোড়পূর্বক অথবা স্বতঃস্ফূর্ত) একাধিক হালকা ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাই ফিশন (fission) বিক্রিয়া। যেমন- পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করে এর ফিশন ঘটানো হয়।
অন্যদিকে ফুয়েল সেল , পেট্রোল , পাট, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে পুনঃপুন ব্যবহার করা যায় না ।