'মুজিব-লেনিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের লেখক কে?

A শওকত আলী

B আসাদ চৌধুরী

C নির্মলেন্দু গুণ

D মহাদেব সাহা

Solution

Correct Answer: Option C

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির লেনিন ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে রচিত কবিতাসমূহ নিয়ে গ্রন্থিত নির্মলেন্দু গুণের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘মুজিব-লেনিন-ইন্দিরা' (১৯৮৪)।

তাঁর উল্লেখযোগ্য কবিতা-
- মুজিব-লেনিন-ইন্দিরা
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
- বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
- তার আগে চাই সমাজতন্ত্র (১৯৭৯)
- চাষাভুষার কাব্য (১৯৮১)
- অচল পদাবলী (১৯৮২)
- পৃথিবীজোড়া গান (১৯৮২)
- দূর হ দুঃশাসন (১৯৮৩)
- নির্বাচিতা (১৯৮৩)
- শান্তির ডিক্রি (১৯৮৪)
- ইসক্রা (১৯৮৪)
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
- কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪)
- চৈত্রের ভালোবাসা (১৯৭৫)
- ও বন্ধু আমার (১৯৭৫)
- আনন্দ কুসুম (১৯৭৬) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions