ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?
A ইন্দিরা গান্ধী
B প্রতিভা পাতিল
C দ্রৌপদি মুর্মু
D সোনিয়া গান্ধী
Solution
Correct Answer: Option B
প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। তিনি ২০০৭-১২ সাল পর্যন্ত ভারতের ১২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্ষু।