দুইটি সংখ্যার যোগফল ৫৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুইটি কত?
Solution
Correct Answer: Option A
মনে করি ,
বড় সংখ্যাটি =x
এবং ছোট সংখ্যাটি=y
প্রশ্নমতে,
x+y =৫৫ ....(i)
এবং ৫x=৬y
বা, x=৬y/৫
অতএব,
(i)
৬y/৫+y=৫৫
বা, ৬y+৫y=৫৫×
বা, ১১y=৫৫×৫
বা, y=২৫
অতএব ,
x=(৬× ২৫)/৫
=৩০
অতএব, সংখ্যাদ্বয় ২৫ ও ৩০