Solution
Correct Answer: Option D
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যিনি দক্ষ হাতে আইন অমান্য আন্দোলনকে পরিচালনা করেছিলেন তিনি হলেন পাঠান নেতা আবদুল গফফর খান , ভারতের ইতিহাসে যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত । তাঁর সুদক্ষ নেতৃত্বেই গান্ধীজীর প্রদর্শিত পথে আইন অমান্য আন্দোলন মুসলিম অধ্যুষিত সীমান্ত প্রদেশে পেশােয়ার পর্যন্ত প্রসারিত হয়েছিল ।জওহরলাল ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ গ্রন্থে লিখেছেন — উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে দুর্ধর্ষ ও কলহপ্রিয় মানুষদের যেভাবে আবদুল গফফর খান শান্তিপূর্ণ পদ্ধতিতে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর ।