৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
৯টি সংখ্যার যোগফল ৫৩০
৫ টির গড় =৬২
৫ " সমষ্টি=৫×৫৬
=২৮০
আবার ,
শেষ ৫টির গড় =৬২
৫ টির সমষ্টি=৫×৬২=৩১০
অতএব,
১০ টির সমষ্টি =২৮০+৩১০=৫৯০
তাহলে ৫ম সংখ্যাটি ৫৯০-৫৩০=৬০