‘ডেড সি’ কি?

A    একটি নদী

B    একটি সাগর

C    একটি হ্রদ

D    মৃত সাগর

Solution

Correct Answer: Option C

'ডেড সি’ এর অর্থ মৃত সাগর কিন্তু এটি একটি হ্রদ, এর পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান । জিবুতির আসাল হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪২০ মিটার নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি । এর লবণাক্ততা শতকরা ৩০ ভাগ এবং এটি সমুদ্রের পানির চাইতে ৮.৬ গুণ বেশি লবণাক্ত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions