Correct Answer: Option A
• 'মুখচোরা' বাগধারাটির সঠিক অর্থ- লাজুক।
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
- 'ঘটিরাম' বাগধারাটির অর্থ - অকেজো।
- 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ - অন্ধ অনুকরণ।
- 'গোমূর্খ' বাগধারাটির অর্থ - অতিমূর্খ।
- 'খোদার খাসি' বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন।
- ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ বাগধারাটির অর্থ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions