Select the most appropriate terminological word.
গণপূর্ত
Solution
Correct Answer: Option D
গণপূর্ত শব্দটির অর্থ হচ্ছে Public works।
- গণপূর্ত বলতে সাধারণ জনগণের কল্যাণ ও উন্নতির জন্য সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে, যেমন রাস্তা নির্মাণ, সেতু বানানো, পানি সরবরাহের ব্যবস্থা ইত্যাদি বোঝানো হয়।
- এই কাজগুলো জনগণের সুবিধার্থে বৃহৎ পরিসরে সম্পন্ন হয় এবং এগুলো সুবিধাজনক পরিবেশ ও অবকাঠামো গড়ে তোলার সাথে যুক্ত।
- তাই, গণপূর্ত শব্দটি Public tasks, Public engineering, Public business ইত্যাদির থেকে আলাদা এবং যথার্থ অর্থ Public works।