'পড়িনি, তাই পাশ করিনি।'- গঠনরীতির দিক থেকে কোন ধরনের বাক্য?
Solution
Correct Answer: Option C
- দুটি বা ততোধিক স্বতন্ত্র পূর্ণবাক্যকে সংযোজক (যেমন: এবং, কিন্তু, তাই, অথবা) দ্বারা মিলিয়ে গঠিত।
"পড়িনি, তাই পাশ করিনি।"
- "পড়িনি" → এক পূর্ণবাক্য
- "তাই পাশ করিনি" → আরেকটি পূর্ণবাক্য
- সংযোজক: "তাই"
- অর্থাৎ, দুটি স্বতন্ত্র ভাবকে সংযোজন করে একটি বাক্য তৈরি হয়েছে।