Blood কোন ধরনের fluid?

A Newtonian fluid

B Non-Newtonian fluid

C Compressible fluid

D Thixotropic substance

Solution

Correct Answer: Option B

- Blood বা রক্ত হলো Non-Newtonian fluid।
- কারণ এর viscosity (সান্দ্রতা) ধ্রুব নয় — অর্থাৎ রক্তের প্রবাহের গতি বা shear rate পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর সান্দ্রতা পরিবর্তিত হয়।
- Newtonian fluid যেমন পানি বা বায়ুতে viscosity স্থির থাকে — যত দ্রুত বা ধীরে প্রবাহ হোক, প্রতিরোধ একই রকম থাকে।
- কিন্তু Blood-এ আছে লোহিত রক্তকণিকা (RBC), শ্বেত কণিকা, ও প্লাজমা প্রভৃতি উপাদান, যেগুলো প্রবাহের সময় নিজেদের বিন্যাস পরিবর্তন করে।
- ফলে কম গতিতে রক্ত বেশি ঘন (viscous) হয় এবং বেশি গতিতে কম viscous হয়ে যায়।
- তাই রক্তের আচরণ shear rate–এর উপর নির্ভর করে ।
- এই কারণেই এটি Non-Newtonian fluid।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions