Solution
Correct Answer: Option D
- কোনো বস্তুর একক আয়তনের ওজনকে তার আপেক্ষিক ওজন বলা হয়।
- এটি বস্তুর ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। আন্তর্জাতিক পদ্ধতিতে (SI) এর একক হলো নিউটন প্রতি ঘনমিটার (N/m³)।
- আপেক্ষিক ওজন (γ) = ঘনত্ব (ρ) × অভিকর্ষজ ত্বরণ (g)
- সাধারণত ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব প্রায় ১০০০ কেজি/ঘনমিটার ( kg/m ³) এবং আদর্শ অভিকর্ষজ ত্বরণের মান প্রায় ৯.৮১ মিটার/সেকেন্ড² (m/s²)।
সুতরাং, পানির আপেক্ষিক ওজন,
= ১০০০ কেজি/ঘনমিটার × ৯.৮১ মিটার/সেকেন্ড²
= ৯৮১০ নিউটন/ঘনমিটার (N/m³)।