একটি Pump এর position থেকে পানির level কত নীচে নেমে গেলে পানি তোলা সম্ভব নয়?
Solution
Correct Answer: Option A
- Pump দ্বারা পানি তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাকশন লিফ্ট (Suction Lift)।
- এটি হলো Pump এর suction port থেকে পানির মধ্যবর্তী সর্বোচ্চ উচ্চতা যেটা Pump পানিকে উপরে তুলতে পারে।
- পানি যেকোনো অবস্থায় বায়ুমণ্ডলের atmospheric চাপ দ্বারা উপরে তোলা হয়। সমুদ্রপৃষ্ঠে atmospheric চাপ প্রায় 101.3 kPa (বা 10.33 মিটার পানি column এর সমান)।
- এর মানে, suction side থেকে Pump সর্বাধিক প্রায় 10 মিটার (বায়ুমণ্ডলীয় চাপের কারণে) পানি তুলতে পারে।
- যদি পানির 10 মিটার থেকে বেশি নিচে থাকে, তখন atmospheric চাপ পানি pump এ ঠেলতে পারবে না,।
- আর Pump "cavitation" বা বায়ু ফাঁসসহ সমস্যার মুখোমুখি হবে।
- তাই practical suction lift সাধারণত 7–8 মিটার রাখা হয় নিরাপদ ব্যবহারের জন্য।