একটি Pump এর position থেকে পানির level কত নীচে নেমে গেলে পানি তোলা সম্ভব নয়?

A 10m

B 16m

C 25m

D যেকোন level থেকে পানি তোলা সম্ভব

Solution

Correct Answer: Option A

- Pump দ্বারা পানি তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাকশন লিফ্ট (Suction Lift)।
- এটি হলো Pump এর suction port থেকে পানির মধ্যবর্তী সর্বোচ্চ উচ্চতা যেটা Pump পানিকে উপরে তুলতে পারে।

- পানি যেকোনো অবস্থায় বায়ুমণ্ডলের atmospheric চাপ দ্বারা উপরে তোলা হয়। সমুদ্রপৃষ্ঠে atmospheric চাপ প্রায় 101.3 kPa (বা 10.33 মিটার পানি column এর সমান)।
- এর মানে, suction side থেকে Pump সর্বাধিক প্রায় 10 মিটার (বায়ুমণ্ডলীয় চাপের কারণে) পানি তুলতে পারে।

- যদি পানির  10 মিটার থেকে বেশি নিচে থাকে, তখন atmospheric চাপ পানি pump এ ঠেলতে পারবে না,।
- আর Pump "cavitation" বা বায়ু ফাঁসসহ সমস্যার মুখোমুখি হবে।
- তাই practical suction lift সাধারণত 7–8 মিটার রাখা হয় নিরাপদ ব্যবহারের জন্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions