Gear এর ক্ষেত্রে Pitch circle diameter ও দাতের সংখ্যার অনুপাতকে কি বলে?
Solution
Correct Answer: Option C
- Pitch Circle Diameter (PCD) হলো সেই কাল্পনিক বৃত্ত যার উপর গিয়ারের দাতগুলি সঠিকভাবে একে অপরের সাথে মেলানো যায়।
- দাতের সংখ্যা (Number of Teeth, N) হলো গিয়ারের মোট দাঁতের সংখ্যা।
- Module (m) হলো Pitch Circle Diameter এবং Teeth এর সংখ্যার অনুপাত, যা দিয়ে গিয়ারের আকার এবং দাতের মাপ নির্ধারিত হয়।
সংক্ষেপে: Module হলো একটি গিয়ারের দৈর্ঘ্যগত মাপ যা নির্ধারণ করে প্রতিটি দাঁতের আকার। এটি Circular Pitch বা Diametral Pitch এর সমতুল্য ধারণা।