- রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয়৷ রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে, যা বিভিন্নরকমের জৈব এবং অজৈব পদার্থ।
- রক্তরস কলা থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ (ইউরিক এসিড,ইউরিয়া) রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়।
- রক্তরসে শর্করা, লবণ ও ইউরিক এসিড বিদ্যমান থাকে। আর রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন।