Solution
Correct Answer: Option A
জিবুতি (Djibouti) হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ
-এটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। -দেশটি বাব-এল-মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। -সামরিক কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় বিশ্বের বৃহৎ ও আঞ্চলিক শক্তিগুলো এই ক্ষুদ্র রাষ্ট্রটিতে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য খুবই উৎসাহী। বর্তমানে জিবুতিতে- USA. ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, জাপান, চীন ও সৌদি আরবের সামরিক ঘাঁটি বা সামরিক উপস্থিতি রয়েছে।
-দেশটিকে সুয়েজ খালের প্রবেশপথ বলা হয়। দক্ষিণ