-Made of - উৎপাদিত পণ্যে তৈরিকারক বস্তুর গুণাগুণ বজায় থাকবে। Bamboo Basket.
-Made from - উৎপাদিত পণ্য সম্পূর্ণ নিজস্ব গুণাগুণ সম্পন্ন হবে। তৈরিকারক বস্তুর কোন অংশ লক্ষ্যণীয় হবে না। Paper
-Made by - যিনি তৈরি করবেন তাকে নির্দেশ করতে। The cake is made by me.
-Made with - স্বল্প পরিসরে কোন কোন দ্রব্য/জিনিস তৈরি করা হলে, তা যে সব উপাদান (ingredients) দিয়ে তৈরিকরা হবে, তা নির্দেশ করতে। The cake is made with flour, eggs and chocolate.