১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর বাকী ১৩ জনের বয়সের গড় কত হবে?

A    ২৯ বছর

B    ২৭ বছর

C    ২৬ বছর

D    ২৫ বছর

Solution

Correct Answer: Option D

 

১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর

অতএব, ১৫ জন ছাত্রের মোট বয়স=(২৯*১৫)=৪৩৫ বছর

দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর

দুজন ছাত্রের মোট বয়স (৫৫*২)=১১০ বছর

অতএব, ১৩ জন ছাত্রের মোট বয়স=(৪৩৫-১১০) বছর

                                         =৩২৫ বছর

অতএব, ১৩ জন ছাত্রের বয়সের গড়=(৩২৫/১৩) বছর

                                           =২৫ বছর

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions