‘ওরা কদম আলী' নাটকটি কেলিখেছেন?

A    মুনীর চৌধুরী

B    আবদুল্লাহ আল মামুন

C    মামুনুর রশীদ

D    রশীদ হায়দার

Solution

Correct Answer: Option C

 

ওরা কদম আলী:

‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা মামুনুর রশীদ। ১৯৭৬ সালে মামুনুর রশীদের নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন করে ‘আরণ্যক’। ১৯৪৮ সালের ২৯ শে ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলায় মামুনূর রশীদের জন্ম। তাঁর রচিত উল্লেখ্যযোগ্য নাটক: ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিস, গিনিপিগ, অববাহিকা, সমতট, পাথর, লেবেদফ, চের সাইকেল। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও  আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions