Solution
Correct Answer: Option A
১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের ক্ষয়িষ্ণু নিম্ন-মধ্যবিত্ত একটি পরিবারের ঘাত-প্রতিঘাত, আনন্দ-বেদনা, পাওয়া ও না পাওয়ার বিষয়গুলোকে উপজীব্য করে জহির রায়হান রচিত উপন্যাস ‘বরফ গলা নদী’ (১৯৬৯)।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০),
- ‘হাজার বছর ধরে' (১৯৬৪),
- ‘আরেক ফাল্গুন' (১৯৬৮),
- ‘আর কত দিন’ (১৯৭০),
- ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২),
- 'তৃষ্ণা' (১৯৬২),
- ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘খোয়াবনামা’ (১৯৯৬)।
শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস ‘সারেং বৌ'’ (১৯৬২)।