Which Bangladeshi won the Ramon Magsaysay Award of 2023?

A Korvi Rakshand

B Dr. Muhammad Yunus

C Angela Gomez 

D Fazle Hasan Abed

E None

Solution

Correct Answer: Option A

- এশিয়া নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ।
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় ।
- ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় । ৩১ আগষ্ট ২০২৩ র‍্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় ।
- ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।
- করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি।
- তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions