Which Bangladeshi won the Ramon Magsaysay Award of 2023?
Solution
Correct Answer: Option A
- এশিয়া নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ।
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় ।
- ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় । ৩১ আগষ্ট ২০২৩ র্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় ।
- ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।
- করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি।
- তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।