Solution
Correct Answer: Option C
বাঙালি আদি জনগোষ্ঠী সম্পর্কে কিছু তথ্য:
- অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী ছিল।
- নৃতত্ত্ববিদগণ তাদেরকে আদি অস্ট্রেলীয় হিসেবে বিবেচনা করেন।
- এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয় নামেও পরিচিত।
- প্রাচীন সাহিত্যে তাদের নিষাদ নামে উল্লেখ করা হয়েছে।
- কালপরিক্রমায় তাদের একটি অংশ আদি বাসস্থান ত্যাগ করে বাংলায় অভিবাসিত হয়।
- বাংলার প্রাচীনতম বাঙালি জনগণের পরবর্তী নেগ্রিটো জনগণের পর বাংলায় তাদের আগমন ঘটে বলে অনুমান করা হয়।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।