একটি বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে,
2πr = 44
বা, 2r(22/7) = 44
বা, 2r = (44 × 7)/22
বা, 2r = 14
∴ r = 7
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= (22/7) × 49
= 154 বর্গ সে.মি.