Solution
Correct Answer: Option D
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে।
- এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা।
- কার্বন একটি বহুরূপী মৌল।
- কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।