Solution
Correct Answer: Option A
- পৃথিবীর উপরের কঠিন আবরণকে ভূ-ত্বক বলে।
- ভূ-পৃষ্ঠ গঠনের প্রধান উপাদান অক্সিজেন (৪৫.৪৬ শতাংশ) ও সিলিকন ২৭.৬১ শতাংশ)।
- তবে ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় অ্যালুমিনিয়াম (৮.০৭ শতাংশ)।
- ভূ-পৃষ্ঠে প্রাপ্ত অন্যান্য ধাতুগুলো হচ্ছে লোহা (৫.০৬ শতাংশ), ক্যালসিয়াম (৩.৬৪ শতাংশ), সোডিয়াম (২.৭৫ শতাংশ), পটাশিয়াম (২.৭৫ শতাংশ), ম্যাগনেসিয়াম (২.৫৭ শতাংশ) ও টাইটানিয়াম (০.৬২ শতাংশ)।