একটি চতুর্ভুজের চারটি বাহর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিছু অসমান হলে তাকে বলে-
Solution
Correct Answer: Option D
- যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু একে অপরের সমান্তরাল কিন্তু দৈর্ঘ্যে সমান নয়, তাকে ট্রাপিজিয়াম বলে।
- আয়তক্ষেত্র, সামন্তরিক বা বর্গক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান দৈর্ঘ্যের হয়, কিন্তু ট্রাপিজিয়ামে কেবল একটি জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এবং সেগুলো দৈর্ঘ্যে সমান নাও হতে পারে।