ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
Solution
Correct Answer: Option B
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ
= |(১১ × M - H × ৬০)/২|°
∴ নির্ণেয় কোণ
= |(১১ × ০০ - ৬০ × ১১)/২|°
= |(০০ - ৬৬০)/২ |°
= |- ৬৬০/২|
= ৩৩০°
⇒ ১৮০° অপেক্ষা বড় হওয়ায় ৩৬০° থেকে বিয়োগ করতে হবে।
= ৩৬০° - ৩৩০°
= ৩০°