বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?
A ১৮০°
B ১৯০°
C ৩৬০°
D ১৭০°
Solution
Correct Answer: Option A
- বৃত্তস্থ চতুর্ভুজ বলতে এমন একটি চতুর্ভুজকে বোঝায় যার চারটি শীর্ষবিন্দু একটি বৃত্তের উপর অবস্থিত। একে বৃত্তস্থ চতুর্ভুজ (Cyclic Quadrilateral) বলে।
বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য:
- এর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সবসময় ১৮০° হয়।