Correct Answer: Option B
- "If I ... a poet?" এই বাক্যে শর্তবাচক অর্থ প্রকাশের জন্য সাবজাংকটিভ মুড (Subjunctive Mood) ব্যবহার করা হয়।
- সাবজাংকটিভ মুডে প্রথম ও তৃতীয় ব্যক্তির একবচনে “was” এর পরিবর্তে “were” ব্যবহার করা হয়।
সুতরাং, সঠিক বাক্য হবে: If I were a poet?
বাক্যটি মানে হলো: "যদি আমি একজন কবি হতাম?"—এ ধরনের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি নির্দেশ করে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions