সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে?

A উত্তর ভারতের ৭টি রাজ্যকে ।

B দক্ষিণ ভারতের ৭টি রাজ্যকে। 

C উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে ।

D দক্ষিণ-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে ।

Solution

Correct Answer: Option C

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে ‘Seven Sister’ বলা হয় । রাজ্যগুলো হলোঃ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড । আর বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টারভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম পশ্চিবঙ্গ । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions