সুনামির কারণ হলো-

A আগ্নেয়গিরির অগ্নুৎপাত

B ঘূর্ণিঝড়

C সমুদ্রের তলদেশে ভূমিকম্প

D ভূমিকম্প

Solution

Correct Answer: Option C

[সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘সমুদ্রের তলদেশে ভূমিকম্প’-কেই কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।]

সুনামি 

- ‘Tsunami’ একটি জাপানি শব্দ, যেখানে ‘সু’ অর্থ বন্দর এবং ‘নামি’ অর্থ ঢেউ
- অর্থাৎ সুনামি বলতে বোঝায় বন্দরের ঢেউ
- এটি সমুদ্রে সংঘটিত এক ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

- সাধারণত সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয়
- এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রতলের ভূমিধস এবং নভোজাগতিক সংঘর্ষের কারণেও এ ধরনের ঢেউয়ের সৃষ্টি হতে পারে।
- সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য করা হয়।

- গভীর সমুদ্রে সুনামির ঢেউ অনেক দূর পর্যন্ত প্রবল শক্তি নিয়ে ছুটে যায়, কিন্তু অগভীর পানিতে প্রবেশ করলে ধীরে ধীরে এর গতি ও শক্তি কমে আসে।
- বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার অগভীর জলরাশি বাংলাদেশের উপকূলকে বড় ধরনের সুনামি থেকে রক্ষা করে।

- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে এক ভয়াবহ টেকটোনিক ভূমিকম্পের ফলে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী সুনামি আঘাত হানে, যা বহু দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions