Solution
Correct Answer: Option A
কমনওয়েলথ হল ব্রিটিশ সাম্রাজ্জভুক্ত স্বাধীন ও আশ্রিত দেশগুলোর সংগঠন ।তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ এর সদস্য হয়নি ।সংগঠনটির বর্তমান সংখ্যা ৫৩। সর্বশেষ সদস্য দেশ রুয়ান্ডা (২৮ নভেম্বর ,২০০৯)।সর্বশেষ সদস্যপদ ত্যাগকারী দেশ মালদ্বীপ (১৩ অক্তবর,২০১৬) ।এর সদর দপ্তর লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত ।মোজাম্বিক ও রুয়ান্ডা কমন ওয়েলথভুক্ত দেশ হলেও কখনো ব্রিটিশ শাসনের অধীনে ছিল না