নিচের কোনটি সমার্থক নয়?

A আটকপালে-ইঁদুর কপালে

B অকাল কুষ্মান্ড-আমড়া কাঠের ঢেঁকি

C ঢাকের কাঠি-খয়ের খাঁ

D গোঁফ খেজুরে-কাছা ঢিলা

Solution

Correct Answer: Option D

‘ঢাকের কাঠি’ ও ‘খয়ের খাঁ’ বাগধারার অর্থ- চাটুকার বা তোষামুদে। ‘অকাল কুষ্মাণ্ড’ ও ‘আমড়া কাঠের ঢেঁকি' বাগধারার অর্থ- অপদার্থ বা অকেজো। ‘আটকপালে' ও ‘ইঁদুর কপালে’ বাগধারার অর্থ- নিতান্ত মন্দ ভাগ্য। অপরদিকে, ‘গোঁফ খেজুরে' বাগধারার অর্থ- নিতান্ত অলস এবং ‘কাছাটিলা' বাগধারার অর্থ- অসাবধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions