১০ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০ সে.মি.
∴ ,, ব্যাস =২×১০=২০ ,,
∴ বর্গের কর্ণ =২০ সে.মি.
মনে করি, বর্গের একবাহু = x
∴ বর্গের কর্ণ = √2x
প্রশ্নমতে, √2x = ২০
⇒ x = 10√2
∴ বর্গের ক্ষেত্রফল = (10√2)2
= ২০০ বর্গ সে.মি.