নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

A কুলটা

B শূদ্র

C চাতক

D কবিরাজ/ঢাকী/কৃতদার

Solution

Correct Answer: Option D

ঢাকী, কবিরাজ, যোদ্ধা, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জ্বীন, জামাতা ইত্যাদি নিত্য পুরুষবাচক শব্দ। 'কুলটা’ নিত্য স্ত্রীবাচক শব্দ । চাতক- চাতকী; শূদ্র- শূদ্রা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions