‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A বেলজিয়াম
B জাপান
C ইংল্যান্ড
D জার্মানি
Solution
Correct Answer: Option A
বেলজিয়াম উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ। দেশটিকে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়। এখানে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়। দুটি বিবদমান বৃহৎ দেশের মাঝে যে দেশটি যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় তাকে ককপিট বলা হয়।