'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক কে?

A কাজী মোতাহার হোসেন

B মোতাহের হোসেন চৌধুরী

C আহমেদ শরীফ

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option B

- মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা' (১৯৫৮)।
- তিনি এ গ্রন্থে সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন।
- এ গ্রন্থের বিখ্যাত উক্তি- 'ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'

তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ:
- 'সভ্যতা' (১৯৬৫) 
- 'সুখ' (১৯৬৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions