Solution
Correct Answer: Option A
- কলে ছাঁটা এর ব্যাসবাক্য ‘কলে ছাঁটা’ ই হবে।
- এখানে বিভক্তি লোপ না হওয়াতে এটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। বাকী অপশনগুলো 'অলুক বহুব্রীহি সমাস' তিনটি সমাসের সাথে অলুক কথাটি আছে।
১) অলুক দ্বন্দ্বসমাস
২) অলুক তৎপুরুষসমাস
৩) অলুক বহুব্রীহি সমাস
অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।
যেমনঃ
- মাটিরময়না,
- কলের গান,
- মনের মানুষ