Solution
Correct Answer: Option D
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, উ-কার কিংবা ঊ- কারের পর উ ও ঊ ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব- ফলা হয় এবং ব-ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
- সু+আগত (উ+আ= ব+আ) = স্বাগত;
- পশু+আচার = পশ্বাচার।