গ্রিনপিস হলো একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। বিশ্বের ৫৫ টি দেশে এর শাখা রয়েছে। এগুলো নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থার উদ্দেশ্য পৃথিবী নামক গ্রহের সব জীববৈচিত্র্যের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
প্রতিষ্ঠিত: ১৯৭১, ভ্যাঙ্কুভার, কানাডা
উদ্দেশ্যগুলি: পরিবেশবাদ, শান্তি
সম্পূরক প্রতিষ্ঠান: Greenpeace USA, Greenpeace East Asia