গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি?
A ৪০° দক্ষিন থেকে ৪৭°
B ৪০° উত্তর থেকে ৪৭°
C ৪৮° দক্ষিন থেকে ৫০°
D ৪১° উত্তর থেকে ৫০°
Solution
Correct Answer: Option A
নির্দিষ্ট পথে অধিক বেগে প্রবাহিত হয় বলে প্রবল পশ্চিমা বায়ু নামে পরিচিত। ৪০ ডিগ্রী হতে ৪৭ ডিগ্রী পর্যন্ত এ পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি থাকে। তাই এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয়।