নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা যায়?
A টুইস্টেড পেয়ার কেবল
B কোএক্সিয়াল কেবল
C ক্যাট-৫
D ফাইবার অপটিক কেবল
Solution
Correct Answer: Option D
√ অপটিক্যাল ফাইবার ক্যাবল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিকাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল করে কাজ করে
এবং ডেটা আদান-প্রদানের জন্য লেজার রশ্নি ব্যবহার করে।
√ Optical-fiber cable হলো এক ধরণের পাতলা তার (wire) যা কাচ (glass) বা প্লাষ্টিক (plastics) এর দ্বারা তৈরি করা হয়। এই ফাইবার তার গুলো দেখতে প্রায় মানুষের মাথায় থাকা চুলের মতোই।
সম্পূর্ণ ফাইবার তারের মধ্যে দিয়ে আলোর মাধ্যমে ডাটা বা তথ্য গুলোকে ট্রান্সফার করানো হয়।