নিচের কোন দেশটি ‘হর্ন অব আফ্রিকা’ নামে পরিচিত?
Solution
Correct Answer: Option A
- আফ্রিকান শৃঙ্গ বা হর্ণ অব আফ্রিকা মুল মহাদেশীয় ভূখন্ডের পূর্বতম অঞ্চল।
- এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, এবং সোমালিয়া নিয়ে হঠিত।
- লোহিত সাগরের দক্ষিণ উপকুলে অবস্থিত অঞ্চলটি উত্তর পূর্ব দিকে শৃঙ্গের আকারে আরব সাগরের এডেন উপসাগর, সোমালি সাগর ও গুয়ারদাফুই প্রণালীর অভ্যন্তরে প্রসারিত হয়েছে বলেই এর এমন নামকরণ করা হয়েছে।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায়, এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মতো বর্ধিত হয়েছে। এজন্য আফ্রিকার এ অংশকে হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং বলে।